ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘দেশে আজ অনেক খেলা চলছে’

নাসির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৫ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশে আজ অনেক খেলা চলছে’

নিজস্ব প্রতিবেদক : দেশে আজ অনেক খেলা চলছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সব খেলা দৃশ্যমান নয়। আজকের শান্তির সবচাইতে বড়শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রশক্তি।’  

 

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকের বুলেটের চক্রান্ত তখনকার দিনের মতো চলছে। এর নেপথ্যে চোরাগুপ্তা ও একটি কুচক্রী মহলের চক্রান্তের রাজনীতি চলছে।’

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, `আজও আমার কাছে কেন জানি মনে হয় পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে যে বুলেটের আঘাতে হত্যা করা হয়েছিল, ৪১ বছর পরেও বঙ্গবন্ধু কন্যাকে সেই বুলেট তাড়া করে চলছে।’

 

এ সময় বামপন্থি রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘আজ বামপন্থিদের মধ্যে ভাঙনের সানাই চলছে। বামপন্থি রাজনৈতিক ধারা এখন চলছে ক্ষীয়মাণ নদীর ধারার মতো। কোনো রকমে টিকে আছে।

 

‘যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুসহ মুক্তিযুদ্ধেরপক্ষের শক্তিদের মিছিলে তাদের এখন বেশি দেখা যায় না। সেদিন প্রধানমন্ত্রী বিনা রক্তপাতে এই পরিস্থিতি মোকাবেলা করার পদক্ষেপ নিয়েছিলেন বলেই, বিনা রক্তপাতে তাদের সরানো সম্ভব হয়েছে।’

 

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৪৩তম বার্ষিকী উৎযাপন ও জুলিও কুরি বঙ্গবন্ধু সংসদ প্রবর্তিত ‘বঙ্গবন্ধু শান্তি পদক’ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোনায়েম সরকার।

 

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শান্তি পদকের প্রস্তাবনাকারী ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার সংগ্রামে অবদানের জন্য প্রয়াত কমরেড আলী আকসাদকে মরণোত্তর বঙ্গবন্ধু শান্তি পদকে ভূষিত করা হয়। আলী আকসাদের সহধর্মিনী মোমতাজ আকসাদের হাতে পুরস্কারের পদক, মেডেল ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৬/নাসির/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়