ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বন্ডের অভিহিত মূল্যের ৭৫ শতাংশ ঋণসীমা

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্ডের অভিহিত মূল্যের ৭৫ শতাংশ ঋণসীমা

অর্থনৈতিক প্রতিবেদক : ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডসমূহ লিয়েন বা জামানত হিসেবে রেখে বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণসীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এক সার্কুলার জারি করেছে।

 

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিসকেও জানিয়ে দেওয়া হয়েছে।

 

সার্কুলারে বলা হয়েছে, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডসমূহ লিয়েন বা জামানত হিসেবে রেখে ক্রয়কৃত বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণসীমা নির্ধারণ করা হয়েছে। গ্রাহকের ক্রয়কৃত বন্ডসমূহ তার নিজ নামে নেওয়া ঋণের বিপরীতে লিয়েন/জামানত হিসেবে রাখতে পারবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৬/আশরাফ/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়