ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘পৌর নির্বাচন কয় ধাপে হবে সিদ্ধান্ত হয়নি’

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৩ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পৌর নির্বাচন কয় ধাপে হবে সিদ্ধান্ত হয়নি’

নিজস্ব প্রতিবেদক : আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচন কয় ধাপে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কমিশন বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

তিনি বলেন, আইন অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ২৫০টির মতো পৌরসভায় নির্বাচন হবে। তবে এই নির্বাচন কয় ধাপে হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। কমিশন বৈঠকের পরেই সঠিক করে বলা যাবে কয় ধাপে করা সম্ভব।

নির্বাচন কমিশনার বলেন, এবার পৌরসভা নির্বাচন দলীয় প্রতীক নিয়ে হতে পারে। সেক্ষেত্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য পদগুলোর জন্য আলাদা রংয়ের ব্যালট পেপার থাকবে।

তিনি আরও বলেন, ‘দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য আইনের সংশোধন করা হচ্ছে যার জন্য আমাদেরও কিছু বিধি সংশোধন করতে হবে। সব বিধি সংশোধন করেই নির্বাচন করা হবে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘যদি আইন না হয়ে অধ্যাদেশ হয় তাহলেও আমাদের বেশি পরিশ্রম করতে হবে। কারণ সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন করতে হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৫/মিথুন/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়