ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

একটি মহল দেশকে পাকিস্তান বানাতে চায়: অতিরিক্ত আইজিপি

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একটি মহল দেশকে পাকিস্তান বানাতে চায়: অতিরিক্ত আইজিপি

বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান

নিজস্ব প্রতিবেদক, রংপুর : অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ খুন করে একটি মহল এদেশকে পাকিস্তান বানাতে চায়। জঙ্গিবাদের মাধ্যমে তারা এদেশকে জাহিলিয়াতের যুগে নিয়ে যেতে চেয়েছিল। দেশের শান্তিপ্রিয় মানুষ তাদের সব চক্রান্ত রুখে দিয়েছে।

 

 

বুধবার দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের হল রুমে জেলা কমিউনিটি পুলিশিং আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, রংপুর, দিনাজপুর, গাইবান্ধাসহ বেশ কটি জেলায় এই অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী তা রুখে দিয়েছে। এদেশের মানুষ যে কোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত।

 

জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, চৌধুরী মঞ্জুরুল করিম, জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর বিভাগীয় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সুশান্ত ভৌমিক।

 

এ ছাড়া সমাবেশে বিভাগের ৮ জেলার কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

 

 

রাইজিংবিডি/রংপুর/৭ ডিসেম্বর ২০১৬ /নজরুল মৃধা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়