ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিদেশি হত্যা করে ভাবমূর্তি নষ্ট কেন’

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১৩ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিদেশি হত্যা করে ভাবমূর্তি নষ্ট কেন’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে বলেছেন, বিদেশি নাগরিক হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে হবে কেন?

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

 

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশ যখন এগিয়ে যায় এবং দেশের যখন উন্নতি হয়, তখন হয়ত এটা সবার পছন্দ হয় না।যখনই বাংলাদেশ সারা বিশ্বে একটু প্রশংসা অর্জন করে, তখনই এমন এমন ঘটনা ঘটানো হয়।আর তখন সেটা নিয়ে এমন চিৎকার শুরু হয়, যেন দেশ গেল, সব গেল- এমন একটা ভাব। দেশের এই ক্ষতি করার জন্য কী কী অপকর্ম করা হচ্ছে, সে বিষয়ে আমাদের কাছে অনেক খবর আছে।’

 

তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত বহু চেষ্টা করা হয়েছে।একজন তো তিন মাস ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখে সারা দেশে অবরোধ-হরতাল করেছে। এটা বোধহয় এখনো চলমান। প্রায় ২৮২ দিনের হরতাল-অবরোধ। এটা কিন্তু তিনি আর প্রত্যাহার করেননি।এখনো চলছে। কিন্তু এর কার্যকারিতা ধরে রাখতে পারেননি।’

 

খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন,‘দুর্ভাগ্য এটাই- তিনি দেশে নিজেকে ঘরে অবরুদ্ধ রেখে জ্বালিয়ে-পুড়িয়ে মানুষকে হত্যা করেছে।২ হাজারের বেশি বাস পুড়িয়েছে।ট্রেনে আগুন দিয়েছে। লঞ্চে আগুন দিয়েছে।বিদ্যুৎ কেন্দ্রে আগুন দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করেছে। আমরা উন্নতি করি আর বিএনপি-জামায়াত ধ্বংস করে।’

 

‘যখন মানুষ পুড়িয়ে-জ্বালিয়ে কিছুই হলো না, তখন বিএনপির নেত্রী বিদেশে বসে বাংলাদেশে আবার বিদেশি হত্যার ষড়যন্ত্র করছে।বিদেশি হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে হবে কেন?এটা তো দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে শত্রুতা।এই শত্রুতা কিসের জন্য?’, প্রশ্ন প্রধানমন্ত্রীর।

 

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘আমরা দিন-রাত পরিশ্রম করি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য।কারণ দেশের ভাবমূর্তি উজ্জ্বল হলে ব্যবসায়িক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। বিদেশি বিনিয়োগ আসবে। রপ্তানি বৃদ্ধি পাবে।’

 

এ সময় ব্যবসায়ীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের সবসময় সহযোগিতা পেয়েছি, সমর্থন পেয়েছি।আপনারাও দেখেছেন আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার।আমরা ব্যবসা করতে চাই না।কিন্তু ব্যবসার পরিবেশ তৈরি করে দেই।আপনারা ব্যবসা করবেন। আমরা ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দেব।এতে দেশের মানুষ লাভবান হবে।’

 

এ সময় আওয়ামী লীগ সরকারের গত দুই মেয়াদে গৃহীত পদক্ষেপের চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘এই দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না।একটি শিশুও রাস্তায় ঘুরে বেড়াবে না।একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না।এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত।এই সিদ্ধান্ত নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করি।

 

এ দেশে কোনো জঙ্গি ও সন্ত্রাসীর স্থান হবে না, এ প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা খুন করেছে, সেই খুনি যে-ই হোক, তাকে আমরা খুঁজে বের করবই এবং তার বিচার করবই। বিদেশি হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্ট করবে, আর তাদের আমরা ছেড়ে দেব, এটা কিন্তু হবে না।যারা অন্যায় করবে, যারা মদদ দেবে, এদের সঙ্গে যারা থাকবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং আগামীতেও নেবে।’

 

২০৪১ সালের মধ্য আয়ের দেশ করার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই বিশ্বব্যাংক বলেছে, আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ। আমরা নিম্ন থাকব না, উঁচুতে উঠব। এটা মাথার রাখতে হবে। সবসময় মাথা উঁচু করে চলব।বিশ্বভায় মর্যাদা নিয়ে চলব।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৫/এনআর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়