ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ...’

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৮ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ...’

মুন্সীগঞ্জ প্রতিনিধি : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের দেশের কিছু লোক বাড়ি বাড়ি ফেরি করে চুড়ি বিক্রি করেন। এখন সময় এসেছে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের লোকজন বলবে, বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ...।

 

কৃষিমন্ত্রী শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং থানা মাঠে দেড় হাজার পরিবারে মধ্যে সোলার হ্যাজাক লাইট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

মন্ত্রী আরো বলেন, ২০০১ সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় ৪ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০০৯ সালে ক্ষমতায় এসে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছি। গত সাত বছরে আমরা সেই বিদ্যুৎ ১৩ হাজার মেগাওয়াটে উন্নীত করেছি। আরো বিদ্যুৎ আসছে ভুটান, নেপাল ও ভারত থেকে।

 

একই সঙ্গে আমার পারমাণবিক ও কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি। তাই খুব শিগগির ফেরিওয়ালার মতো বিদ্যুতের লোকদেরও বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে। 

 

জেলার লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক হুইপ ও স্থানীয় এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ফকির আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন আক্তার স্বর্ণা।

 

 

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/২৮ নভেম্বর ২০১৫/শেখ মো. রতন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়