ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের ক্ষতি হবে না’

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৪ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের ক্ষতি হবে না’

সংসদ প্রতিবেদক : রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত বড়পুকুরিয়া সাব-ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের অনুরোধ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

 

বুধবার দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে হাজেরা বেগমের (মহিলা আসন-৩৯) প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

 

নসরুল হামিদ বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে সুন্দরবন হুমকির মুখে পড়বে না। এ প্রকল্প স্থাপনের পূর্বে সম্ভাব্যতা যাচাই এবং পরিবেশগত প্রভাব বিষয়ে সমীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গিয়েছে, এ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে সুন্দরবনের ক্ষতি হবে না। বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবন হতে ১৪ কিলোমিটার দূরত্বে হওয়ায় সুন্দরবনের ক্ষতির আশঙ্কা নেই। বিদ্যুৎ উৎপাদনে সর্বাধুনিক আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হবে।

 

অপরদিকে ম্যানগ্রোভ বন কার্বন-ডাই-অক্সাইড শোষণে বিশেষভাবে উপযোগী, সেই কারণেও সুন্দরবনের হুমকির সম্ভাবনা নেই বলেও যোগ করেন তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, যারা রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে অপপ্রচার করেন, তাদের  বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট সাব-ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করার  অনুরোধ করব।

 

তিনি আরও বলেন, সুন্দরবন বাগেরহাট ও খুলনা পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে এর আয়তন কমে গিয়েছে। তখন কোনো কয়লা বিদ্যুৎকেন্দ্র ছিল না। সুন্দরবনের চারিদিকে বসবাসরত জনগণ এ বনের উপর নির্ভরশীল। বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে জনগণের বিকল্প আয় সৃষ্টি হবে। ফলে সুন্দরবন ধ্বংসের হাত হতে রক্ষা পাবে।

 

দিলারা বেগমের (মহিলা আসন-২০) সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০২১ সাল নাগাদ সবার জন্য বিদ্যুৎ নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ।বর্তমানে দেশের প্রায় ৭৬ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে।

 

নুরজাহান বেগমের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৪-১৫ অর্থ-বছরে ৯৬ লাখ মানুষকে নতুন বিদ্যুৎ সংযোগের আওয়তায় আনা হয়েছে। গত মার্চ পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ কিলোমিটার নতুন বিতরণ লাইন সংযোগ দেওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৬/এনআর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়