ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সেরার পুরস্কার পেলেন অমিতাভ-আলিয়া

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেরার পুরস্কার পেলেন অমিতাভ-আলিয়া

বিনোদন ডেস্ক : গতকাল অনুষ্ঠিত হয়েছে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে সেরা সিনেমাসহ চারটি পুরস্কার জিতেছে অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা পিঙ্ক। বিগ বি জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সিনেমায় সেরা সম্পাদনার জন্য পুরস্কার জিতেছেন আদিত্য ব্যানার্জি এবং সেরা সংলাপের পুরস্কার পেয়েছেন রিতেশ শাহ।

 

উড়তা পাঞ্জাব সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। অনুষ্ঠানে আজীবন সম্মাননার পুরস্কার তুলে দেওয়া হয়েছেন অভিনেত্রী রেখার হাতে।

 

এছাড়া সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন- সুশান্ত সিং রাজপুত। এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি সিনেমার জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। সমালোচকদের বিচারে নিল বাট্টে সান্নাতা সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন স্বারা ভাস্কর।

 

অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন করণ জোহর ও করণ সিং গ্রোভার। বিশেষ একটি পর্বের সঞ্চালনা করেছেন শাহরুখ ও সালমান খান। এছাড়া বিশেষ পারফরম্যান্স করেছেন অভিনেত্রী সোনম কাপুর।

 

তারকাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-ঋষি কাপুর, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বরুন ধাওয়ান, কৃতি স্যানন, বিপাশা বসু, হর্ষবর্ধন কাপুর, হুমা কুরেশি, বিব্য কোশলা কুমারসহ অন্যান্যরা।

 

স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৬ বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:

 

সেরা সিনেমা : পিঙ্ক

সেরা অভিনেতা : অমিতাভ বচ্চন, পিঙ্ক

সেরা অভিনেত্রী : আলিয়া ভাট, উড়তা পাঞ্জাব

সেরা পরিচালক : রাম মাধবানি, নীরজা

সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার) : সুশান্ত সিং রাজপুত, এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি

সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার) : স্বারা ভাস্কর, নিল বাট্টে সান্নাটা

সেরা অভিষিক্ত পরিচালক : টিনু সুরেশ দেশাই, রুস্তম

সেরা কমেডিয়ান (পুরুষ) : বরুণ ধাওয়ান, ডিশুম

সেরা শিশুশিল্পী : রিয়া শুক্লা, নিল বাট্টে সান্নাটা

সেরা উদীয়মান অভিনেতা : জিম সার্ভ-নীরজা; হর্ষবর্ধন কাপুর, মির্জিয়া

সেরা উদীয়মান অভিনেত্রী : দিশা পাটানি, এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি

সেরা পার্শ্ব অভিনেতা : ঋষি কাপুর, কাপুর অ্যান্ড সন্স

সেরা পার্শ্ব অভিনেত্রী : শাবানা আজমি, নীরজা

সেরা গানের কথা : ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, অমিতাভ ভট্টচার্য

সেরা সংগীত পরিচালক : প্রীতম চক্রবর্তী, অ্যায় দিল হ্যায় মুশকিল

সেরা গায়ক : অমিত মিশ্রা-বুলেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল

সেরা গায়িকা : পলক মুচ্চাল-কৌন তুঝে, এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি

সেরা কোরিওগ্রাফার : বস্কো-সিজার; কালা চশমা, বার বার দেখো

সেরা সম্পাদনা : আদিত্য ব্যানার্জি, পিঙ্ক

সেরা চিত্রগ্রাহক : অনয় গোস্বামী, ফিতুর

সেরা অ্যাকশন : জয় সিং নিজ্জার, শিবে

সেরা সংলাপ : রিবেশ শাহ, পিঙ্ক

আজীবন সম্মাননা : রেখা

সেরা আইকন অ্যাওয়ার্ড : দীপিকা পাড়ুকোন

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৬/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়