ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ব্যাংক ঋণের সুদ এক অঙ্কে না আনলে দ্রব্যমূল্য কমবে না’

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্যাংক ঋণের সুদ এক অঙ্কে না আনলে দ্রব্যমূল্য কমবে না’

সংসদ প্রতিবেদক :  ব্যাংক ঋণের সুদ এক অঙ্কে না আনলে দ্রব্যমূল্য কমার সম্ভাবনা কম থাকে বলে জানিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান।

 

বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্র্থমন্ত্রীর পক্ষে সংসদকে তিনি এ তথ্য জানান।

 

প্রতিমন্ত্রী জানান, অর্থনীতির সাধারণ নিয়মে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদহার বাড়ানো হয়। তবে সরবরাহ (সাপ্লাই) বাড়ানোর দৃষ্টিকোণ থেকে এটা সত্য যে, ব্যাংক ঋণের সুদ এক অঙ্কে না আনলে দ্রব্যমূল্য কমার সম্ভাবনা কম থাকে। এমনকি দেশে শিল্পায়নের আশানুরূপ বৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে।

 

এমএ মান্নান বলেন, ঋণের ওপর উচ্চ হারে সুদ আরোপ করা হলে তা পণ্যের উৎপাদন খরচ বাড়ানোর মাধ্যমে সরাসরি মূল্যস্ফীতিকে প্রভাবিত করে। পাশাপাশি ঋণগ্রহীতা ও উদ্যোক্তাদের বিনিয়োগে নিরুৎসাহিত করে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৫/এনআর/রহমান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়