ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ব্রিটিশবিরোধী আন্দোলনে অগ্রগামী ছিলেন নজরুল’

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ২৭ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্রিটিশবিরোধী আন্দোলনে অগ্রগামী ছিলেন নজরুল’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘নজরুল ব্রিটিশবিরোধী আন্দোলনে ছিলেন অগ্রগামী। সারাটা জীবন মানবজাতির কল্যাণ করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন করে কারাবরণ করেছেন কবি নজরুল।’

 

বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দরিরামপুর নজরুল মঞ্চে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

 

রওশন এরশাদ বলেন, নজরুল তার লেখনি দিয়ে বাঙালি জাতিকে জাগ্রত করেছিলেন। নজরুলকে ত্রিশালে সীমাবদ্ধতা রাখলে চলবে না, তাকে সারা দেশে, বিশ্বে ছড়িয়ে দিতে হবে।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধূরী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুননেছা বিউটি, আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজ সরকার, জাপা নেতা সরুজ আলী মন্ডল। জনপ্রশাসন মন্ত্রীর একান্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ নজরুল স্মারক বক্তব্য রাখেন।

 

এদিকে, একই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে পৃথক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/২৭ মে ২০১৬/শেখ মহিউদ্দিন আহাম্মদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়