ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মানুষ পুড়িয়ে মারা গণতান্ত্রিক আন্দোলন নয়’

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৪ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মানুষ পুড়িয়ে মারা গণতান্ত্রিক আন্দোলন নয়’

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

নীলফামারী প্রতিনিধি : নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘৯২ জন মানুষকে পুড়িয়ে হত্যা করার এই আন্দোলনকে বিএনপি কিভাবে গণতান্ত্রিক আন্দোলন বলছে তা আমার বোধগম্য নয়। এ ধরনের আন্দোলন যেন বিএনপি আর করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’

 

রোববার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য এবং শ্রমিক কর্মচারি পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে যৌথসভায় হলি চাইল্ড কেয়ার স্কুল মাঠে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াত পেট্রোল বোমা মেরে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। এখন দেশের মানুষের কাছে ঠাঁই না পেয়ে বিদেশিদের পিছনে ধর্না দিয়ে সরকার পতনের যড়যন্ত্র করছে খালেদা জিয়া। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ খালেদার এ যড়যন্ত্র সফল হতে দেবে না।’

 

তিনি আরো বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশের অর্থনৈতিক কোনো উন্নয়ন হয়নি। গত ছয় বছরে শেখ হাসিনার নেতৃত্বের সরকার দেশের যে উন্নয়ন করেছে তা আজ সারা পৃথিবীর কাছে মডেল হয়ে দাঁড়িয়েছে।’

 

অনুষ্ঠানে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহেমেদ, সম্পাদক মমতাজুল হক প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/নীলফামারী/২৪ মে ২০১৫/ইয়াছিন মোহাম্মদ সিথুন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়