ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডাইনিংয়ের পাশ থেকে দিয়াজের সনদ উদ্ধার

জোবায়ের চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাইনিংয়ের পাশ থেকে দিয়াজের সনদ উদ্ধার

দিয়াজের স্নাতকের সনদ

চবি প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর স্নাতকের সনদ ও তার বাবার মুক্তিযোদ্ধা সনদ  উদ্ধার করা হয়েছে।

 

সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের ডাইনিংয়ের পাশ থেকে সনদ দুটি উদ্ধার করা হয়।  

 

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোকাদ্দেস মিয়া বলেল, ‘সোমবার সকালে শাহ আমানত হলের পরিচ্ছন্নকর্মী ডাইনিংয়ের পাশে ঝাড়ু দিতে গিয়ে সনদপত্র দুটি পড়ে থাকতে দেখে। এ সময় কয়েকজন ছাত্র সনদ দুটি দিয়াজ ইরফান চৌধুরীর বলে শনাক্ত করেন। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে যাই। পরে সনদ দুটি উদ্ধার করে প্রক্টর অফিসে জমা দিয়েছি।’

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

দিয়াজের বাবার মুক্তিযোদ্ধার সনদ

 

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার ভাড়া বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দুদিন পর ২৩ নভেম্বর ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় দিয়াজ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে পরদিন ২৪ নভেম্বর চবির সহকারী প্রক্টর ও ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করে তার পরিবার।

 

 

রাইজিংবিডি/চবি/১২ ডিসেম্বর ২০১৬/জোবায়ের চৌধুরী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়