ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ১৭ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস

মাদক ধ্বংস অনুষ্ঠানে অতিথিরা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সময় আটককৃত অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস করেছে ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

 

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে মাদক দ্রব্য ধ্বংস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী বলেন, ‘বিজিবি মাদকদ্রব্য নির্মূলে তৎপর রয়েছে। সীমান্তে মাদক কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

 

এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের মাদকের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ৩০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের পরিচালক কর্নেল তুষার বিন ইউনুস, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা মাদক নিয়ন্ত্রণের পরিচালক সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও সরকারি বালকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৭ নভেম্বর ২০১৬/তানভীর হাসান তানু/কেয়া/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়