ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিয়ানমার অভিমুখে লংমার্চ সফলের আহবান

সোহরাব হাবিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমার অভিমুখে লংমার্চ সফলের আহবান

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, ধর্ষণ, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ বন্ধ এবং এর বিচার দাবিতে মিয়ানমার অভিমুুখে লংমার্চ সফলের আহবান জানিয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ ।

 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ আহবান জানিয়েছে। 

 

আগামী ১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। ওই দিন সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ লংমার্চ শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লংমার্চে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেওয়া, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও ধর্ষণের বিচার এবং শান্তি প্রতিষ্ঠায় রাখাইন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়নের দাবি জানানো হবে।  
 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর  ২০১৬/সোহরাব হাবিব/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়