ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘শান্তি রক্ষায় পুলিশ প্রশংসা অর্জন করেছে’

মাকসুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৪ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শান্তি রক্ষায় পুলিশ প্রশংসা অর্জন করেছে’

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের অনন্য অবদান বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে। এ ধারা আগামীতেও পুলিশ সদস্যদের অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

 

বুধবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে ভিডিও টেলিকনফারেন্সে যুদ্ধবিধস্ত দেশে নিয়োজিত সদস্যদের এ নির্দেশ দেন তিনি।

 

আইজিপি বলেন, শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের অবদান বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন ও প্রশংসা অর্জন করেছে। পেশাদারিত্ব, শৃঙ্খলাবোধ ও নৈতিকতা বজায় রেখে এ অর্জন ধরে রাখতে হবে। বাংলাদেশ পুলিশের সদস্যদের সুমহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বিশ্ববাসী। একইসঙ্গে তিনি বিগত দিনে শান্তি রক্ষায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

 

তিনি এ সময় মিশন সংশ্লিষ্ট প্রশাসনিক, লজিস্টিকস, ওয়েলফেয়ারসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন।

 

এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পুলিশ সদস্যদের প্রশংসা করেন।

 

উল্লেখ্য, দারফুর, হাইতি, কঙ্গো, মালি, আইভরিকোস্ট, সোমালিয়া, লাইবেরিয়া, দক্ষিণ সুদানে মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যরা নিয়োজিত আছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৬/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়