ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘শিক্ষা সম্প্রসারণ ও মাদকমুক্ত কালিহাতী মূল লক্ষ্য’

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ৯ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শিক্ষা সম্প্রসারণ ও মাদকমুক্ত কালিহাতী মূল লক্ষ্য’

হাসান ইমাম খান সোহেল হাজারী

আব্দুল লতিফ সিদ্দিকীর পদত্যাগে শূন্য হওয়া টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হাসান ইমাম খান সোহেল হাজারী। তিনি কালিহাতীর প্রাক্তন উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও আওয়ামী যুবলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মাঠে নামছেন তিনি। রাজনীতিতে আসা, জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচিত হলে কালিহাতী তথা সাধারণ মানুষের জন্য করণীয়সহ নানা বিষয়ে কথা বলেন রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক শাহরিয়ার সিফাতের সঙ্গে। নিচে তার সাক্ষাতকারের অংশ তুলে ধরা হলো।  

রাইজিংবিডি : কেমন আছেন?
সোহেল হাজারী : জী ভালো।

রাইজিংবিডি : পাঠকদের জন্য রাজনীতিতে আসার পেছনের গল্পটা যদি একটু বলতেন?
সোহেল হাজারী : আমি ১৯৮৫ সালে গোপালদিঘী উচ্চবিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এর পরের বছর এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হই। ১৯৯১ সালে সরকারি এম এম আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৯২ সালে ছাত্রলীগের প্রথম ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হই। ১৯৯৬ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি এবং ১৯৯৮ সালে জেলা ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হই।

 

 



রাইজিংবিডি/টাঙ্গাইল/১০ অক্টোবর ২০১৫/শাহরিয়ার সিফাত/নৃপেন/রহমান/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়