ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘হীরক রাজার মতো পতন হবে সরকারের’

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হীরক রাজার মতো পতন হবে সরকারের’

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি ও অপশাসনের জন্য সরকারের পরিণতি হীরক রাজার মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

তিনি বলেন, ‘সরকারের পরিণতি হবে হীরক রাজার কাহিনীর মতো- দড়ি ধরে মারো টান, রাজা হলো খান খান।’

 

বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) আয়োজিত এক ইফতার পার্টিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

 

খালেদা জিয়া বলেন, ‘আল্লাহ এই জালিম অত্যাচারী সরকারকে পরীক্ষা করছে, তারা আর কত দুর্নীতি করতে পারে, আর কত খারাপ কাজ করতে পারে, আর কত মিথ্যা কথা বলেতে পারে।’

 

তিনি বলেন, ‘জনগণ যখন দড়ি ধরে টান দেবে, সরকার তখন খান খান হয়ে যাবে।’

 

এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে পার্টির মহাসচিব ড. রেদোয়ান উল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে খালেদা জিয়া আরো বলেন, ‘বর্তমান জালিম সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনা হবে।’

 

তিনি বলেন, ‘পবিত্র এই মাহে রমজানে দোয়া করি, আল্লাহ যেন এই জালিম সরকারের পতন ঘটায়।’

 

সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে। আর সরকার শুধু মিথ্যার বড় বড় বাণী দিয়ে যাচ্ছে।’

 

প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ আর দেশ নেই, দেশে গণতন্ত্র নেই। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। এ জন্য সম্পূর্ণরূপে দায়ী বর্তমান এই জবরদখলকারী সরকার।’   

 

খালেদা বলেন, ‘ধর্মকে কটূক্তি করার অপরাধে এ সরকারের প্রাক্তন মন্ত্রী কারাগার থেকে জামিন পেয়ে লুকিয়ে আছেন। এ সরকারের সবার পরিণতি একই হবে, জনগণ সবাইকে খুঁজে বের করবে। তাই পালাবার পথ দেখে রাখুন।’

 

তিনি আরো বলেন, ‘জনগণ দড়ি ধরে টান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। যেদিন টান দেবে বা দড়ি কেটে দেবে, তখন এরা খান খান হয়ে যাবে। সাবধান হওয়ার এখনই সময়। পালানোর পথ ও জায়গা ঠিক করুন।’

 

খালেদা জিয়া অভিযোগ করেন, ‘সরকার ২০ দলের পেছনে লেগে আছে। তাদের দলের লোকজন অপকর্ম করে কিন্তু তাদের কিছু হয় না। অথচ বিএনপি ও ২০ দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। তাদের জামিন দেওয়া হয় না। উল্টো অপকর্মের দায় আমাদের নেতাকর্মীর ওপর দেওয়া হয়।’

 

প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘মহানবী (সা.) ও হজ নিয়ে কটূক্তিকারীকে সরকার জামিনে মুক্ত করে দিয়েছে। জনরোষের ভয়ে তিনি এখন পালিয়ে আছেন। সরকারের ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্যেরও একই অবস্থা হবে।’

 

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘কোথায় যাবেন? পালানোর জন্য জায়গা ঠিক করে রাখুন। জনগণ আজ জেগে উঠেছে। সাবধান হওয়ার এখনই সময়।’

 

তিনি বলেন, ‘আপনারা যে অপকর্ম করেছিলেন সেদিন বুঝবেন, যেদিন আপনাদের বিচার হবে।’

 

পচা গম আমদানি করে তা আটা বানিয়ে সাধারণ মানুষদের খাওয়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

 

অনুষ্ঠানে ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে জামায়াতের কর্ম পরিষদের সদস্য আব্দুল হালিম ও ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ডেমোক্র্যাটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোতুর্জা, ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা আহমেদ আজম খান, ব্যারিস্টার হায়দার আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখও ইফতারে উপস্থিত ছিলেন।

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, ড. মাহবুব উল্লাহ, ড. মাহফুজ উল্লাহ, সিনিয়র সাংবাদিক সাদেক খান প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৫/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়