ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে’

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৪ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে’

বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০০১ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পরে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের উপরে হামলা চালানো হয়েছে। অনেকে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল।

 

ঠিক তেমনি ঝালকাঠি জেলা যুবলীগের অন্যতম নেতা প্রয়াত অসীম দাস ও তার পরিবার নানা রকমের হামলা-মামলার স্বীকার হয়েছিল। আজ আর দেশের সংখ্যালঘুরা হামলা-মামলার স্বীকার হচ্ছে না বরং তারা নিরাপদে বসবাস করছে।

 

শুক্রবার বিকেলে ঝালকাঠি শহরের রাধাগবিন্দর অঙ্গনে জেলা যুবলীগের অন্যতম নেতা প্রয়াত অসীম দাসের স্মরণে অনুষ্ঠিত শোকসভায় মন্ত্রী এ কথা বলেন।

 

জেলা আওয়ামী লীগ ও যুবলীগ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক তরুণ কর্মকার।

 

মন্ত্রী আরো বলেন, অসীম দাস ছিলেন রাজপথের লড়াকু সৈনিক। দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে পাশে ছিলেন তিনি।


 

রাইজিংবিডি/ঝালকাঠি/৪ সেপ্টেম্বর ২০১৫/অলোক সাহা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়