ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘৬৬টি কোম্পানির ১৪৭ কোটি টাকা জমা ’

নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘৬৬টি কোম্পানির ১৪৭ কোটি টাকা জমা ’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকারের শ্রমিক কল্যাণ ফান্ডে এ পর্যন্ত দেশি-বিদেশি ৬৬টি কোম্পানির ১৪৭ কোটি টাকা জমা হয়েছে। শ্রমিকদের কল্যাণে এই ফান্ড থেকে টাকা ব্যয় করা হচ্ছে।

 

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রীর হাতে শ্রমিক কল্যাণ ফান্ডে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের প্রতিনিধি দল ১৭ কোটি ৩৯ লাখ টাকার চেক তুলে দেন।

 

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, কোনো শ্রমিক মারা গেলে ২ লাখ টাকা, পঙ্গু হলে ২ লাখ টাকা, এভাবে শ্রমিকদের ওই ফান্ড থেকে সাহায্য-সহযোগিতা দিচ্ছে সরকার। এই সরকার শ্রমিক-মালিক বান্ধব সরকার। শ্রমিকদের কল্যাণে কাজ করছে।

 

মুজিবুল হক চুন্নু আরো বলেন, শ্রম কল্যাণ আইন অনুযায়ী, এক থেকে দুই কোটি টাকার সম্পদের অধিকারী প্রতিটি কোম্পানির মুনাফার ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দিতে হবে। তারই ধারাবাহিকতায় দেশি-বিদেশি কোম্পানি সরকারের এই শ্রমিক কল্যাণ ফাণ্ডে টাকা জমা দিচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৬/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়