ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২৯ মার্চ ২০২১   আপডেট: ০৯:৩৯, ২৯ মার্চ ২০২১
অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও জালালাবাহিনীর প্রধান জালালসহ ৫ জলদস্যুকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

রোববার (২৮ মার্চ) দুপুর ১২টায় কুয়াকাটা সৈকত থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকা থেকে তাদেরকে আটক  করা হয়।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

আটক জলদস্যুরা হলেন— তালেব আলী (২৭), আবদুল কাদের (২৬), রাসেল (২৭), রুহুল আমিন (৩৫) ও জালাল হাওলাদার (৩৫)। গ্রেপ্তার তালেবালীর বাড়ি কক্সবাজারে, আবদুল কাদেরের বাড়ি লক্ষীপুরে ও অপর তিনজনের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, চারদিন আগে জলদস্যুর দল একটি ট্রলার, জাল ও মাছ ছিনতাই করে নিয়ে মুক্তিপণ দাবি করে। এছাড়া এর আগেও তারা বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করে। প্রায় তিনদিন ধরে অভিযান চালিয়ে আজ তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা, ১ টি বল্লম, ৫ টি লোহার রড ও ৫টি লাঠিসহ ১টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

ইমরান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়