ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আজও ঢাবিতে তালা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৭, ২২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজও ঢাবিতে তালা

নিজস্ব প্রতিবেদক : সরকারি সাত  কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সোমবার আন্দোলনের দ্বিতীয় দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। 

সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং, কলাভবন, ব্যাবসায় অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, আইএমএলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, ‘আমাদের একটাই দাবি, সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ বলেছেন, ‘অধিভুক্তি বাতিলের এখতিয়ার আমাদের নেই। এটা সরকারের সিদ্ধান্ত।’ তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান।

এর আগে পরীক্ষায় গণহারে ফেল করানোর প্রতিবাদে ও সঠিক সময়ে ফল প্রকাশের দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেওয়ার দাবিতে ১৭ জুলাই বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা। একই দাবিতে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা লাগিয়ে আন্দোলন করছেন ঢাবি শিক্ষার্থীরা।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়