ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আঁটঘাট বেঁধেই নেমেছি : সেতুমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ২৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 আঁটঘাট বেঁধেই নেমেছি : সেতুমন্ত্রী

চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পক্ষ থেকে আঁটঘাট বেঁধেই নেমেছি, এখানে কোনো প্রকার আপস নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুয়া, দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, বেটার লেট দেন নেভার। আমরা তো কাজটা করছি। সরকারের এক বছরও এখনো যায়নি। এমন নয় যে, আমরা ইলেকশনকে সামনে রেখে এই ব্যবস্থাগুলো নিচ্ছি ভোটের জন্য।’

সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গ্রেপ্তার যুবলীগ নেতা জি কে শামীম সরকারের বড় বড় কাজ করছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবন নির্মাণের কাজও তিনি করছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আগে সাংবাদিকরা বের করতে পারলে ভালো হতো না? এটা সরকারই করেছে, সরকারকে দেখিয়ে দেবে সাংবাদিকরা। আমি পত্রিকা পড়ে, মিডিয়ায় রিপোর্ট দেখে কোথায় রাস্তা খারাপ, কোথায় ব্রিজ পড়ো পড়ো অবস্থা- এ বিষয়গুলো তো সাংবাদিকরাই আমাদের দেখান। কাজেই বিষয়টা আপনাদের অগোচরেই রয়ে গেছে।’

শামীম কাজ পেতে বিপুল অঙ্কের টাকা ঘুষ দিয়েছেন বলে শোনা যাচ্ছে, এ বিষয়টি তদন্ত করবেন কি না- জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা একটু বের করুন কাকে ঘুষ দিয়েছে।’

জেলা পর্যায়েও কি অভিযান চলবে কি না  জানতে চাইলে  মন্ত্রী বলেন, ‘অলরেডি চলছে।’


ঢাকা/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়