ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবাসিক হোটেলের বার খোলার অনুমতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২০  
আবাসিক হোটেলের বার খোলার অনুমতি

ফাইল ফটো

প্রায় ছয় মাস পর আবাসিক হোটেলের বারগুলোতে স্বাভাবিক কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা রাইজিংবিডিকে বলেন, ‘বার খুললেও সেগুলোতে যথাযথ নিয়ম পালন করা হচ্ছে কি না তা নজরদারি করা হবে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আবাসিক হোটেলের বার খোলার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার প্রাদুর্ভাব রোধে ৩১ মার্চ থেকে সব হোটেল, রেস্টুরেন্ট, বার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর থেকেই এগুলোতে সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। তবে নতুন এই আদেশে শুধু আবাসিক বারগুলো খোলার কথা বলা হয়েছে। অন্য বারগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। 

ঢাকা/মাকসুদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়