ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইতিহাস বদলাতে পারবে ভারত?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ৩১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতিহাস বদলাতে পারবে ভারত?

টি-টোয়েন্টি সিরিজ জিততে পারবে বিরাট কোহলির দল?

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে কখনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি ভারত। বেঙ্গালুরুতে বুধবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে অতীত ইতিহাস বদলাতে পারবে বিরাট কোহলির দল?

কানপুরে প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। নাগপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের সুযোগ এসেছিল সফরকারীদের সামনে। কিন্তু শেষ ওভারে ৬ উইকেট হাতে রেখে ৮ রানের সমীকরণ মেলাতে পারেনি এউইন মরগানের দল। ভারত ৫ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী।

এই সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে চারটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। ২০১২ সালে দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছিল ১-১-এ। বাকি তিনটি সিরিজ ছিল এক ম্যাচের, তিনটিই জিতেছে ইংল্যান্ড। তবে ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কখনো হারেনি। এর আগে ভারত তিনটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে সবকটিতেই জিতেছে।

সেই রেকর্ড ধরে রেখে ইংল্যান্ডের বিপক্ষে কখনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিততে না-পারার আক্ষেপ ঘোচাতে পারবে ভারত? নাকি সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর অন্তত টি-টোয়েন্টি সিরিজের ট্রফিটা নিয়ে ঘরে ফিরবে ইংল্যান্ড? জবাব মিলবে বুধবার রাতেই।


রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৭/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়