ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্ষমা চাইতে প্রস্তুত মাঞ্জরেকার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্ষমা চাইতে প্রস্তুত মাঞ্জরেকার

গত বছর ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। তবে বিশ্বকাপের সেমিফাইনালে জাদেজার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে সরি বলতে বাধ্য হন মাঞ্জরেকার।

তবে ওই ঘটনার রেশ গড়ায় অনেকদূর। ক্রিকেটাররা তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেই জেরে গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে তাকে বাদ দেওয়া হয় ভারতীয় বোর্ডের ধারাভাষ্যকার প্যানেলে থেকে। বোর্ডের ধারাভাষ্যকার প্যানেল থেকে বাদ দেওয়া মানে কোথাও তিনি কাজ করতে পারবেন না। করোনাভাইরাস পরিস্থিতিতে স্থগিত হয়ে যায় সিরিজটি। এরপর আর কোনো সিরিজ খেলেনি ভারত।

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের জন্য ধারাভাষ্যকার বাছাই করছে বিসিসিআই। সেখানে নিজের নাম ফিরে পেতে চান মাঞ্জরেকার। এজন্য বোর্ডকে চিঠি দিয়েছেন। জানিয়েছেন, প্রয়োজনে ক্ষমা চাইতে প্রস্তুত আছেন।

এছাড়া বিসিসিআইকে একটি ই-মেইলও পাঠিয়েছেন। সেখানে মাঞ্জরেকার লিখেছেন, ‘আমি আমার অবস্থান প‌রিষ্কার করতে চাই। আমি বিসিসিআইয়ের একজন কর্মী এবং তারা আমকে রাখবে কি রাখবে না নির্ধারণ করার পূর্ণ অধিকার তাদের আছে।‘

‘তবে অভিজ্ঞ এবং ভারতীয় ক্রিকেট দলের শুভাকাঙ্খী হিসেবে আমি পুনরায় এখানে কাজ করতে আগ্রহী। ভারতীয় ক্রিকেটের ছোট্ট এ ভুবনে আমাদের অংশীদার, বন্ধু ও সহকর্মীদের নিয়ে কাজ করতে চাই। হৃদয় থেকে অনুরোধ করছি আমাকে কাজ করার সুযোগ করে দেওয়া হোক।’

মাঞ্জরেকার আরো লিখেন,‘আমি সত্যি-ই মর্মাহত। আমার কাছে সিদ্ধান্ত আচমকা এসেছিল। এ ঘটনার আগে আমি বিসিসিআইয়ের শীর্ষ একজন ধারাভাষ্যকার ছিলাম। শুধু একবারই নয়, অনেক বছর ধরেই আমি এ আসনে আছি। ব্রডকা‌স্টিং‌য়ের মতো বড় ভূমিকায় আমি রয়েছি। কতোকিছু করত হয়…সামনেও সমান পারদর্শিতার সঙ্গে কাজটা করতে চাই। আমাকে যে ঘটনার কারণেই নিষিদ্ধ করা হোক না কেন আমার কোনো অভিযোগ নেই। আমি হাসি মুখে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত।’

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়