ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গাজায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ৫ আগস্ট ২০২২  
গাজায় ইসরায়েলের বিমান হামলা

অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের সঙ্গে গত কয়েক দিন ধরে চলা উত্তেজনার পর শুক্রবার এ হামলা চালানো হয়েছে। ইসরায়েল হামলার পরপর ‘বাড়ির সামনে বিশেষ পরিস্থিতি’ ঘোষণা করেছে।

শুক্রবার গাজায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং একটি উঁচু ভবনের সাত তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে আহত বেশ কয়েক জনকে হাসপাতালে আনা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘আইডিএএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) বর্তমানে গাজায় হামলা চালাচ্ছে। ইসরায়েলের ঘরের কাছে বিশেষ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।’

গত সোমবার পশ্চিম তীরে ইসলামিক জিহাদ গ্রুপের এক নেতাকে গ্রেপ্তারের পর ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করে।  এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজার আশেপাশের সড়কগুলো বন্ধ করে দেয়। সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়