ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজী টাওয়ারের আগুন বিদ্যুৎ থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজী টাওয়ারের আগুন বিদ্যুৎ থেকে

ফাইল ছবি

পুরান ঢাকার লালবাগের গাজী টাওয়ারের চারতলার অফিস কক্ষ আগুনে পুড়ে গেছে। বিদ্যুৎ থেকেই  আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২ টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, ছয় তলা টাওয়ারের চারতলায় অফিস কক্ষে রাত পৌনে ১০ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন রাইজিংবিডিকে বলেন, ‘যে কক্ষটিতে আগুন লেগেছিল আমরা সেখানে তন্ন তন্ন করে খোঁজ করি। তার আলোকেই প্রাথমিকভাবে বলতে পারি যে বিদ্যুৎ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। একারণে আগুন দ্রুত ওই অফিস কক্ষের অন্যান্য স্থানে ছড়িয়ে যায়। এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।'

 

ঢাকা/মাকসুদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়