ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফলের আড়ালে মাদক পাচার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফলের আড়ালে মাদক পাচার

জ্যেষ্ঠ প্রতিবেদক : মৌসুমি ফলের আড়ালে রাজধানীতে মাদক নিয়ে আসছে মাদক চোরাকারবারীরা।

বুধবার উত্তরা থেকে কাঁঠাল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১ থেকে জানানো হয়, বুধবার বিকেলে উত্তরা পূর্ব থানার হাউজবিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। পরে একটি কাঁঠাল ভর্তি ট্রাক থেকে ৭১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যেগুলো কাঁঠালের আড়ালে লুকিয়ে রাখা হয়। গ্রেপ্তার করা হয় মো. রাজু আহম্মেদ, মো. মুন্না, মো. সাগর, মো. ইউসুফ, মো. নূর ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. মফিজুল ইসলাম এবং মো. মোস্তাফিজুর রহমানকে।

র‌্যাব কর্মকর্তারা জানান, কিছুদিন ধরে একটি মাদক ব্যবসায়ী চক্র দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য কৌশলে রাজধানীতে নিয়ে আসছে। চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। পচনশীল মৌসুমি শাক-সবজি বহনকারী ট্রাকে করে, আবার কখনো ধান, গম, ভূট্টা ইত্যাদি মৌসুমি ফল বহনকারী গাড়িতে করে মাদকদ্রব্য রাজধানীতে নিয়ে আসছে।


রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়