ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাফুফে-কে এএফসির পরামর্শ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ১৩ মে ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
বাফুফে-কে এএফসির পরামর্শ

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রিমিয়ার লীগে দল সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি)। সদ্য সমাপ্ত প্রিমিয়ার লীগে ৯টি দল অংশ নেয়। শেখ রাসেল ৩৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়।
 
এএফসি বিবৃত্তিতে জানিয়েছে, ১০ থেকে ১২টি দল নিয়ে আয়োজন করলে এই পেশাদার লীগ আরও প্রতিদ্বন্দীতাপূর্ণ হবে। বাড়বে ম্যাচ সংখ্যাও। এতে খেলার মান বাড়বে।
 
এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “এএফসির পরামর্শ যৌক্তিক। অবশ্য আগামী মৌসুমে এমনিতেই দল সংখ্যা বাড়বে। আগামী লিগে ১০টি দল অংশ নেবে। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে একটি দলের অবনমন হলেও দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুটি দলের উত্তরণ হবে।”

লিগে দল সংখ্যা বাড়ানো ছাড়াও ক্লাবগুলোকে নিয়ম-নীতির মধ্যে আনার জন্য লাইসেন্স প্রথা চালু করার পরামর্শ দিয়েছে এএফসি। অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেয়া ক্লাবগুলোর লাইসেন্স থাকতে হবে।
 
লাইসেন্সের জন্য বেশ কিছু মানদ- নির্ধারণ করার পরামর্শ দেয়া হয়েছে বাফুফেকে। এ সব মানদন্ডের মধ্যে প্রত্যেক ক্লাবের নিজস্ব মাঠ, জিমনেশিয়াম ছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তা, বিপণন ব্যবস্থাপক ও গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক থাকা।
 
রাইজিংবিডি/ইএইচ/সাহস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়