ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতে ফের সংক্রমণের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৭ সেপ্টেম্বর ২০২০  
ভারতে ফের সংক্রমণের রেকর্ড

ভারতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ অতিক্রম করার পরের দিনই তা ৫১ লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে- ৯৭ হাজার ৮৯৪ জন। মোট আক্রান্তের হিসাবে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে এখন পর্যন্ত সংক্রমণ ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জন। প্রায় ৬৬ লাখ আক্রান্ত নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এই প্রথমবার ভারতে অ্যাক্টিভ কেস ১০ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মারা গেছেন ১ হাজার ১৩২ জন। মোট ৮৩ হাজার ১৯৮ জন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে ৮২ হাজারের বেশি রোগী করোনা জয় করেছেন, মোট ৪০ লাখ ২৫ হাজারের বেশি।

মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য মহারাষ্ট্রে একদিনে সাড়ে ২৩ হাজারের মতো করোনা পজিটিভ হয়েছে। মোট আক্রান্ত ১১ লাখের ঘরে পৌঁছেছে। একই সময়ে মৃত্যু হয়েছে চারশ ৭৪ জনের। রাজধানী দিল্লিতে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে মোট আক্রান্ত ২ লাখ ৩০ হাজারের ঘরে। গত ১০ দিনে সেখানে রোগী ৪৫ শতাংশ বেড়েছে। 

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এ বছরের শেষদিকে দুটি টিকা আসবে ভারতের বাজারে। স্থগিত হওয়া অক্সফোর্ডের টিকা মানবদেহে প্রয়োগ নতুন করে শুরু করতে ভারতের সিরাম ইনস্টিটিউটকে অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া রাশিয়ার তৈরি স্পুৎনিক ৫ টিকাটি ভারতীয় বাজারে ছাড়তে ওষুধ সংস্থা রেড্ডি’জ ল্যাবরেটরির সঙ্গে কাজ শুরু হয়ে গেছে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়