ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মাছের সাথে এ কেমন শত্রুতা?

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৮:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২১
মাছের সাথে এ কেমন শত্রুতা?

চাঁদপুরের কচুয়ায় কার্তিক চন্দ্র রায়ের চাষকৃত দিঘিতে দুর্বৃত্তরা বিষ দিয়ে প্রায় ৪ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। তিনি চাঙ্গিনী (পাঁচ আনি বাড়ি) গ্রামে বসতভিটার সামনের ৪৫ শতাংশ জমির ওপর ঋণ নিয়ে ৫ বছর ধরে মাছ ব্যবসা করছেন। বিষ দিয়ে রুই, মৃগেল, তেলাপিয়া, কৈসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ মণ মাছ দুর্বৃত্তরা মেরে ফেলেছে।

এতে করে স্থানীয়দের একটাই প্রশ্ন, ‘মাছের সাথে এ কেমন শত্রুতা?।’ কার্তিক চন্দ্র রায় কচুয়ার চাঙ্গিনী গ্রামের কুমার চন্দ্র রায়ের ছেলে।

গত শনিবার (২৫ সেপ্টেম্বর) খবর পেয়ে কচুয়া থানার এসআই মামুন ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করে কার্তিক চন্দ্র রায় বলেন, ‘আমি ঋণ নিয়ে আমার এই মাছের প্রজেক্টটি শুরু করেছিলাম। মাছের প্রজেক্টের পাশাপাশি আমি এলাকার সামাজিক নানা কাজেও জড়িত। পূর্ব শত্রুতার জেরে কেউ আমার এতো বড় সর্বনাশ করেছে। আমি এই শোক সইতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিই। পরে সুস্থ্য হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছি।’

এ ব্যপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘একজন প্রতিবেশীকে সন্দেহ করে তাকে বিবাদী করে এ ঘটনায় কার্তিক রায় থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। কর্তিক রায়কে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে।’

জয়/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়