ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মায়াবতী || মুস্তাফিজ শফি

মুস্তাফিজ শফি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ১১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মায়াবতী || মুস্তাফিজ শফি

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 

 



মায়াবতী ভুল বুঝো না,
আকাশের নীল নয়,
বিষণ্ণতাই আজ আমার ঠিকানা।

আমাদের চেনাজানা পাখিগুলো
উড়ে উড়ে আসে
দূর দিগন্তের ওপার থেকে
বার বার আসে

তোমার জন্য আজ মৃত্তিকাও কাঁদে
সমস্ত দিনের শেষে কালোরাতে
একান্ত আপনজনের মতো
কথা বলে ওঠে নৈঃশব্দের গোপন
শব্দেরা

মায়াবতী, আজ আমি শূন্যতার
ভেতর
আগামীর যোগফল খুঁজি



রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/তাপস রায়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়