ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মিন্নির জামিন আবেদন গ্রহণ

রুদ্র রুহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিন্নির জামিন আবেদন গ্রহণ

বরগুনা প্রতিনিধি : রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নির জামিনের আবেদন গ্রহণ করেছেন আদালত। আগামী ৩০ জুলাই শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবুল বারী আসলাম বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে জামিনের আবেদন করেন। বেলা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত শুনানি হয়।

পরে অ্যাডভোকেট মাহাবুবুল বারী আসলাম সাংবাদিকদের বলেন, রিফাত শরীফ হত্যা মামলায় ১৫ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নি তার জবানবন্দি প্রত্যাহার করতে চাচ্ছেন। মিন্নিকে নির্যাতন করে ও ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে।

আয়শা সিদ্দিকা মিন্নির জবানবন্দি প্রত্যাহার ও হাসপাতালে তার চিকিৎসার অনুমতি দিতে আবারও আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট মাহাবুবুল বারী আসলাম।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। বরিশাল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন।


রাইজিংবিডি/বরগুনা/২৩ জুলাই ২০১৯/রুদ্র রুহান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়