ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিন্নি গ্রেপ্তার

রুদ্র রোহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিন্নি গ্রেপ্তার

নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি

বরগুনা সংবাদদাতা : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন এ কথা জানান।

এর আগে সকালে নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইন্সে নেয়া হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সকালে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেছিলেন, মিন্নি মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী। মামলার স্বার্থে তাকে ডেকে আনা হয়েছে।

মিন্নির চাচা আবু সালেহ রাইজিংবিডিকে জানান, এক আসামি গ্রেপ্তার হয়েছে। তাকে শনাক্ত করতে মিন্নিকে বাসা থেকে নিয়ে গেছে পুলিশ।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় মিন্নির ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

আরো পড়ুন :

>> 

>> 

>> ‘প্রভাবশালীরা বিচারকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে’ (ভিডিও)




রাইজিংবিডি/বরগুনা/১৬ জুলাই ২০১৯/রুদ্র রোহান/রফিক/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়