ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যুক্তরাজ্যে কনটেইনারে ৩৯ লাশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে কনটেইনারে ৩৯ লাশ

যুক্তরাজ্যের লন্ডনের উত্তর-পূর্বের অ্যাসেক্স শহরতলীতে একটি লরি থেকে ৩৯ জনের মরদেহ পাওয়া গেছে। পুলিশের বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

অ্যাসেক্সের পূর্ব অংশে অবস্থিত ওয়াটারগ্ল্যাড শিল্প এলাকায় একটি অ্যাম্বুলেন্স সংস্থার পক্ষ থেকে একাধিক মরদেহ পাওয়ার খবর দেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছর বয়সী লরিচালককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, লরিটি বুলগেরিয়া থেকে হলিহেড অ্যাঙ্গলেসির মধ্য দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল। হতভাগ্যদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর।

পুলিশের কর্মকর্তা অ্যান্ড্রিউ মেরিনার জানিয়েছেন, মৃতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করতে আরো সময় প্রয়োজন।

প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এই দুঃখজনক ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিয়মিত খোঁজ-খবর রাখছি, জানছি সর্বশেষ পরিস্থিতি্। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাসেক্স পুলিশের সঙ্গে এ ব্যাপারে কাজ করবে, আসলেই কী ঘটেছে তা বের করবে। প্রাণ হারানো লোকজন ও তাদের স্বজনদের কথাই চিন্তা করছি।’

স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল জানিয়েছেন, তিনি এই ঘটনায় অত্যন্ত মর্মাহত।

তিনি টুইটারে বলেছেন, ‘মানবপাচার এক ভয়াবহ ব্যবসা, পুলিশ খুনিদের নিশ্চয়ই বিচারের আওতায় আনবে।’

এর আগে ডোভারে ২০০০ সালে অভিবাসনপ্রত্যাশী ৫৮ চীনার মরদেহ পাওয়া গিয়েছিল। ওই ঘটনায় পরের বছর এক লরিচালকের কারাদণ্ড হয়েছিল।


ঢাকা/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়