ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শত বছরের ভবন ধস, এক লাশ উদ্ধার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শত বছরের ভবন ধস, এক লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক : পুরনো ঢাকার পাটুয়াটুলীতে শত বছরের একটি দোতলা ভবন ধসে পড়েছে।  ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার রাতে উদ্ধার অভিযান পরিচালনা করার সময় একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত  করেছে। তার নাম জাহিদুল ইসলাম (৫০)।  

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার রাইজিংবিডিকে বলেন, ‘ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। ৩টি ইউনিট সেখানে কাজ করছে।’

স্থানীয়রা জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেনের ওই ভবনটি ধসে পড়ে। শত বছরের ওই ভবনটিতে ফুটপাতের ফলের কয়েকজন হকার থাকতেন। পুরনো এ ভবনটি অনেক আগেই  পরিত্যক্ত করা হয়েছে।

 
 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়