ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সন্তানদের ভাল কাজে ব্যস্ত রাখুন’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সন্তানদের ভাল কাজে ব্যস্ত রাখুন’

‘সন্তানদের ভাল কাজে ব্যস্ত রাখতে হবে। তারা কি করছে, একাকি ঘরে আছে কি না এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে’ মন্তব‌্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুই দিনব্যাপী উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমাদের সন্তানেরা অদম্য মেধাবী। সন্তানদের দিকে সর্বদা খেয়াল রাখতে হবে এবং তাদের ভাল কাজে ব্যস্ত রাখতে হবে। যাতে তারা উগ্রবাদে জড়িয়ে না পড়ে। অতীতে টার্গেট করে দেশের নানা প্রান্তে মানুষ হত্যা করা হয়েছে। বাংলাদেশকে একটি অকার্যকর দেশ হিসেবে পরিচিত করারও অপচেষ্টা করা হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, “হাজার বছরের ইতিহাসে জঙ্গিবাদের কোনো স্থান নেই। এদেশের শান্তিপ্রিয় মানুষ কখনো জঙ্গিবাদ পছন্দ করে না। সমাজকে বুঝতে হবে কেন তাদের সন্তান জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কারণ খুঁজে বের করতে হবে।

‘আধুনিক বিশ্বে প্রযুক্তির অবাধ ও সহজলভ্য ব্যবহারের ফলে পথভ্রষ্ট, নীতিভ্রষ্ট ও বিকৃতমনা আদর্শ তথা ভয়ঙ্কর বিপদজনক উগ্রবাদও দ্রুত বিস্তার লাভ করেছে পৃথিবীর আনাচে-কানাচে।”

ঢাকা/মাকসুদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়