ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্টার্টআপ কোম্পানি করবে সরকার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টার্টআপ কোম্পানি করবে সরকার

সচিবালয় প্রতিবেদক : তথ্য প্রযুক্তি খাতের সহায়তায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করবে সরকার। এ লক্ষ্যে একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষ দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় এ কোম্পানি গঠন করা হবে। প্রস্তাবটি উত্থাপন  করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

স্টার্টআপ কোম্পানি সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড হবে সরকারি কোম্পানি। সাতজন পরিচালক দিয়ে এ কোম্পানি পরিচালনা করা হবে। আইসিটি খাতে এ কোম্পানি ঋণ দেবে। ব্যাংক বা অনান্য আর্থিক খাতের তুলনায় এখান থেকে সহজেই ঋণ পাওয়া যাবে। অর্থাৎ আইডিয়া দিয়েই এখান থেকে টাকা পাওয়া যাবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়