ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১০ রেস্টুরেন্টকে জরিমানা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ রেস্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনা হাজি  ক্যাম্প এলাকায় পঁচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং হজ মৌসুমে চড়া দাম নেয়ায় ১০টি রেস্টুরেন্টকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড এবং একটি রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।

শনিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ অভিযান। অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

 

তিনি জানান, অভিযানে ভাই ভাই রেস্টুরেন্টের তিন জনকে ছয় মাস কারাদণ্ড, প্রত্যেকে দুই লাখ করে ৬ লাখ টাকা, এসো খাই রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা, নিউ পারভীন রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা, আলিফ চিকেন অ্যান্ড পার্টি সেন্টারকে ১ লাখ টাকা, থ্রিস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা, নিউ বাংলা খাবার হোটেলকে ২ লাখ টাকা, বিসমিল্লাহ রেস্তোরাঁকে ৫ লাখ টাকা, হলিডে এক্সপেক্স, মক্কা রেস্তোরাঁ এবং ওয়ান্ডার ইন রেস্তোরাঁকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।


রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়