ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪৮ আইএসপির লাইসেন্স বাতিল

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪৮ আইএসপির লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৪৮টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে।

বিটিআরসির পৃথক দুটি আদেশে আজ (২২ জুলাই) থেকে এসব আইএসপির লাইসেন্স বাতিল করা হয়। নবায়ন না করায় লাইসেন্সে বাতিল করা হয়েছে বলে বিটিআরসি জানিয়েছে।

আদেশে বলা হয়, বিটিআরসি থেকে ইস্যু করা আইএসপি লাইসেন্সের শর্ত অনুযায়ী, লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগে থেকেই পরবর্তী মেয়াদের জন্য নবায়নের আবেদন করার বিধান রয়েছে। কিন্তু উক্ত প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নবায়নের জন্য আবেদন জমা দেয়নি। ফলে আইএসপি প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স অবৈধ ও অকার্যকর হয়েছে। মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে সব ধরনের কার্যক্রম হবে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।


রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়