ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনলাইনে অর্ডার দিলে পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২০  
অনলাইনে অর্ডার দিলে পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ‌্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)

দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  তিনি বলেন, ‘যারা ট্রাক সেল থেকে কিনতে পারছেন না, অনলাইনে অর্ডার দিলে তাদের কাছে পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে।’

রোববার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্সের আয়োজনে জুম প্ল্যাটফর্মে টিসিবির ‘ঘরে বসে স্বস্থির পেঁয়াজ’ কর্মসূচির উদ্বোধনকালে বাণিজ‌্যমন্ত্রী  এসব কথা বলেন। 

টিপু মুনশি বলেন, ‘টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)-এর মাধ্যমে বড় চালানে পেঁয়াজ আমদানি করবে। এরপর সাশ্রয়ী দামে খোলাবাজারে বিক্রি করা হবে। ’  

বাণিজ‌্যমন্ত্রী বলেন, ‘অন্যান্য পণ্যের মতো ক্রেতারা এখন পেঁয়াজও বাসায় বসে কিনতে পারবেন। ’  তিনি আরও বলেন, ‘ভারত ইতোমধ্যে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। এগুলো বাংলাদেশে আসা শুরু হয়েছে।  আশা করা যায়, আরও ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেবে ভারত।  মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।  দেশে পেঁয়াজের কোনো সংকট হবে না।  অস্থির না হয়ে শুধু প্রয়োজনীয় পেঁয়াজ কিনলে কোনো সমস্যা হবে না।’

টিপু মুনশি বলেন, ‘প্রাথমিকভাবে শুধু ঢাকা ও চট্টগ্রামে  অনলাইনে পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে। ’ পর্যায় ক্রমে দেশের সব জেলায় সাশ্রয়ী দামে পেঁয়াজ বিক্রি করা বে বলেও জানান তিনি। 

হাসনাত/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়