RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৭ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৩ ১৪২৭ ||  ১০ রবিউস সানি ১৪৪২

অনলাইনে ফাঁস ‘মিশন মঙ্গল’ ও ‘বাটলা হাউস’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইনে ফাঁস ‘মিশন মঙ্গল’ ও ‘বাটলা হাউস’

বিনোদন ডেস্ক: অনলাইনে ফাঁস হয়েছে বলিউড সিনেমা ‘মিশন মঙ্গল’ ও ‘বাটলা হাউস’। মুক্তির দুই দিনের মাথায় ভারতের পাইরেসি ওয়েবসাইট তামিলরকার্স সিনেমা দুটি ফাঁস করেছে। যদিও মাদ্রাজ হাইকোর্ট নিষিদ্ধ করেছে তামিলরকার্সকে। তারপরও পাইরেসি আটকানো সম্ভব হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘মিশন মঙ্গল’ ও ‘বাটলা হাউস’ সিনেমা। মহাকাশ নিয়ে প্রথম বলিউড সিনেমা ‘মিশন মঙ্গল’। ভারতীয় উপগ্রহ ‘মঙ্গলায়ন’ মহাকাশে পাঠানোর অভিযানকে নিয়ে সিনেমার গল্প তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন— অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি, নিথিয়া মেনন প্রমুখ। এটি পরিচালনা করছেন জগন শক্তি।

অক্ষয় কুমারের কেপ অব গুড ফিল্মস ও ফক্স স্টারসের সঙ্গে সিনেমাটির সহ প্রযোজনায় রয়েছেন আর বালকি। ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ভালো সাড়া ফেলেছে এটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ টুইটি জানিয়েছেন, সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ২৯.১৬ কোটি রুপি, দ্বিতীয় দিন আয় করেছে ১৭.২৮ কোটি রুপি। যার মোট আয় ৪৬.৪৪ কোটি রুপি।

অন্যদিকে জন অভিনীত ‘বাটলা হাউস’ সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল আদবানি। ১ হাজার ৮ শ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায় এটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ টুইটে জানিয়েছেন, প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৪.৫৯ কোটি রুপি, দ্বিতীয় দিন ৭.২৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২১.৮৪ কোটি রুপি।

২০০৮ সালের সেপ্টেম্বরে দিল্লির জামিয়া নগর এলাকায় কুখ্যাত ‘বাটলা হাউস’ এনকাউন্টারের ভিত্তিতে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘অপারেশন বাটলা হাউস’ নামের ওই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়। এমন গল্পের সিনেমায় আরো অভিনয় করেছেন নোরা ফাতেহি, রবি কৃষান, প্রকাশ রাজ প্রমুখ।


রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়