ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অন্ধ্রপ্রদেশে নতুন ভাইরাস: বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৭ মার্চ ২০২১  
অন্ধ্রপ্রদেশে নতুন ভাইরাস: বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

ভারতের অন্ধ্রপ্রদেশের গোদাবরি জেলায় অজ্ঞাত একটি ভাইরাস সংক্রমণ রোধে ওই অঞ্চলের নাগরিকদের বাংলাদেশে আসা এবং বাংলাদেশীদের সেখানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেনাপোল ইমিগ্রেশনকে চিঠি দিয়ে সতর্কতা ও নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পেয়ে ইমিগ্রেশন পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনোভাবে যাতে অন্ধ্রপ্রদেশের ওই অঞ্চলের পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

তিনি বলেন, ‘ইতোমধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে রামপালে দুজন কর্মী এসেছিলেন তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আর কোনো পাসপোর্টধারী যাত্রী ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বেনাপোল ইমিগ্রেশনে আসেনি। পাশাপশি বাংলাদেশ থেকে ভারত যাতায়াতকারীদের অন্ধপ্রদেশে ভ্রমণ না করতে বেনাপোল ইমিগ্রেশন থেকে সতর্ক করা হচ্ছে।’

রিটন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়