ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আওয়ামী লীগ একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে মিত্রতা করবে না’ 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ১৬:১২, ২৯ আগস্ট ২০২০
‘আওয়ামী লীগ একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে মিত্রতা করবে না’ 

মাহবুব উল আলম হানিফ (ফাইল ফটো)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে কোনও মিত্রতা করবে না।

বুধবার (২৬ আগস্ট) একটি অনলাইন নিউজ পোর্টালের লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘পাকিস্তানিদের পরাজিত করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই পাকিস্তানিদের হাতে ১৯৭১ সালে আমরা গণহত্যার শিকার হয়েছিলাম। তাদের সঙ্গে আমাদের কোনও বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না।’

ওই অনুষ্ঠানে অংশ নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আমি একজন বিচারপতি হিসেবে অজ্ঞ যে কীভাবে ২১ আগস্টের মামলা থেকে খালেদা জিয়া বাদ গেলেন। আমি মামলার রায় পড়েছি। খালেদা জিয়া ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। তিনি সাজা পেয়েছেন। খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী জড়িত। একজন প্রতিমন্ত্রী ও দুইজন সংসদ সদস্য জড়িত। সবচেয়ে বড় কথা হলো এনএসআই, ডিজিএফআই ও পুলিশের আইজি জড়িত। তাই এর সঙ্গে খালেদা জিয়াও জড়িত। এটা পরিষ্কার।’ 

অনুষ্ঠানে সাংবাদিক স্বদেশ রায় বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্টে ছিল প্রথম রাষ্ট্রীয় সন্ত্রাসী হামলা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীর একটি অংশের অংশগ্রহণে। আমি এটাকে হত্যা বলবো না, এটা গণহত্যা।’ 

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়