ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আগামী দেড় বছরে দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য বাবরের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১৪ জুন ২০২২  
আগামী দেড় বছরে দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য বাবরের

উড়ছেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়কের আশা, ব্যাট হাতে ছোটবেলার স্বপ্ন পূরণ করতে পারবেন তিনি। আগামী দেড় বছরে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয়ের লক্ষ্য তার।

২৭ বছর বয়সী ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর‌ম্যাটেই জীবনের সেরা ফর্মে আছেন। গত সপ্তাহে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুইবার টানা তিন সেঞ্চুরির কীর্তি গড়েন।

কিন্তু বাবরের মতে, তার দুর্দান্ত ফর্ম অর্থহীন হয়ে যাবে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপে সাফল্য আনতে না পারলে। 

এই অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে ২০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপ। আর আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ র‌্যাংকিং ব্যাটসম্যান এই দুটি টুর্নামেন্টে চোখ রেখে বললেণ, ‘কোনো সন্দেহ নেই আমি আমার ফর্ম উপভোগ করছি। কিন্তু এই ফর্ম নিয়ে আমার প্রধান লক্ষ্য আগামী দেড় বছরে দুটি বিশ্বকাপ জেতা এবং সেটা হলে আমি মনে করবো আমার রানগুলো সোনার মতো মূল্যবান।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ