ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আগুনে পুড়েছে ৯ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৫ জানুয়ারি ২০২৩  
আগুনে পুড়েছে ৯ দোকান

লক্ষ্মীপুর শহরের পুরাতন পৌরসভা সংলগ্ন হিরণ মার্কেটে আগুন লেগে ৯টি দোকান পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- রংধনু মুদি দোকান, ওমর স্টোর, আঁখি প্রিন্টার্স, রিয়েল বুক ডিপো, মজিদ স্টোর, মায়ের দোয়া ইলেকট্রিক, নেপাল স্টোর, জামাল স্টোর ও রংধনু পাওয়ার ক্যাবল। 

স্থানীয় বাসিন্দারা জানান, রাত আড়াইটার দিকে বাজারের নৈশ্যপ্রহরীরা একটি দোকানে আগুন জ্বলতে দেখেন। তারা আশাপাশের লোকজনকে খবর দেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন মার্কেটে থাকা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পরে। এতে ৯টি দোকানের মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। 

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়