ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আদিতমারীতে যানবাহনের এলইডি লাইট ধ্বংসে অভিযান

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আদিতমারীতে যানবাহনের এলইডি লাইট ধ্বংসে অভিযান

সড়ক দুর্ঘটনা রোধে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যানবাহনের এলএডি লাইট ধ্বংস করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গত দুদিনে কয়েকশত ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলেকে লাগানো এলইডি লাইট ভেঙে ধ্বংস করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি জানিয়েছেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

তিনি জানান, অবৈধ এলইডি লাইট যানবাহনে ব্যবহারের ফলে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটছে। তাই এলইডি লাইট ধ্বংসে উপজেলার বিভিন্ন স্থানে রাত-দিন সমানভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য আদিতমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ফারুক/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়