ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আনন্দধামের গল্প

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ৫ অক্টোবর ২০২২   আপডেট: ১২:৩৪, ৫ অক্টোবর ২০২২
আনন্দধামের গল্প

ভীষণ মেজাজি মহিধর বাবু যা বলেন বাড়িতে তার ব্যতিক্রম কিছু হয় না। এদিকে, পূর্বপুরুষের মাটি দেখতে কলকাতা থেকে বেড়াতে আসে মহিধর বাবুর জেঠতুতু দাদার নাতনি জয়া। বাড়িতে নতুন অতিথিকে বেশ যত্ম করা হয়। নাতনিকে দেখে খুশি হন মহিধর বাবু। দু’জনে অনেক গল্প করেন। পরিবারের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে উৎসাহী জয়া।

বিপত্তি ঘটে যখন মহিধর বাবু বুঝতে পারেন জয়া আসলে তারই নাতনি। মেয়ের প্রতি এখনো রাগ কমেনি তার। জয়াকে বাড়ি থেকে চলে যেতে বলেন তিনি। এরমধ্যে একদিন বাড়ির দরজায় এসে হাজির হয় তার মেয়ে মধু। রাগে ক্ষোভে মহিধর বাবু তাকে ফিরে যেতে বললে সামনে এসে দাঁড়ায় জয়া। তারপর গল্পে নতুন আসে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘আনন্দধাম’। মাসুম শাহরীয়ার রচিত নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন—আবুল হায়াত, মিলি বাশার, আরশ খান, চমক প্রমুখ। বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এই বিশেষ নাটক।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়