ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আফ্রিকার সাত দেশে শুরু হচ্ছে অ্যান্টিবডি টেস্ট

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আফ্রিকার সাত দেশে শুরু হচ্ছে অ্যান্টিবডি টেস্ট

আফ্রিকা মহাদেশের সাতটি দেশ আগামী সপ্তাহ থেকে অ্যান্টিবডি টেস্ট শুরু করবে। এর মধ্য দিয়ে তারা জানার চেষ্টা করবে যে তাদের দেশে করোনাভাইরাস ঠিক কি পরিমাণ ছড়িয়েছে। বৃহস্পতিবার আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান জন এনকেংগাসন এমনটাই জানিয়েছেন। খবর আল জাজিরার।

এনকেংগাসন বলেছেন— আফ্রিকার সাতটি দেশ অ্যান্টিবডি টেস্ট শুরু করবে। দেশগুলো হল লাইবেরিয়া, সিয়েরা লিওন, জাম্বিয়া, জিম্বাবুয়ে, ক্যামেরুন, নাইজেরিয়া ও মরেক্কো। প্রথম দিকে এই সাতটি দেশে আগামী সপ্তাহ থেকেই শুরু হবে এই টেস্ট।

পশ্চিমা দেশগুলো তাদের জনগনের অ্যান্টিবডি টেস্ট করার মাধ্যমে জানার চেষ্টা করছে যে কি পরিমাণ সংক্রমণ হয়েছে। এর মধ্য দিয়ে তারা কম আক্রান্ত অঞ্চল খুঁজে বের করে সেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার সিদ্ধান্ত নেয়।

আফ্রিকার দেশগুলোও সেই পথেই হাঁটতে শুরু করেছে।

আফ্রিকা মহাদেশে এ পর্যন্ত ১০ লাখ ৮৮ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৪ হাজার ৭২২ জন। আফ্রিকার ১০ লাখ আক্রান্তের ৫ লাখ ৭২ হাজার ৮৬৫ জনই দক্ষিণ আফ্রিকার। সেখানে মারা গেছে ১১ হাজার ২৭০ জন। মিশরে আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ১০৮ জন। মারা গেছে ৫ হাজার ১০৭ জন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়