ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আফ্রিকা থেকে এলে দেয়া হবে না ‘বোর্ডিং পাস’ 

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০১, ৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ০০:০২, ৩ ডিসেম্বর ২০২১
আফ্রিকা থেকে এলে দেয়া হবে না ‘বোর্ডিং পাস’ 

আফ্রিকা থেকে কেউ দেশে এলে তাকে এয়ারপোর্টে বোর্ডিং পাস দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ওমিক্রন মোকাবিলায় আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকায় কমিউনিটি এগেইনস্ট পভারটি (ক্যাপ)-এর আর্থসামাজিক প্রকল্প ‘দ্য গার্ডিয়ান অ্যান্ড অর্ফান ভিলেজ’র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে যোগদান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনো নিশ্চিত নয়। আগামী ১০ ডিসেম্বর ভারতীয় সচিব বার্তা নিয়ে আসার পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

প্রবাসীদের অর্থায়নে ৫ কোটি টাকা ব্যয়ে সিলেটে ১০০ আশ্রয়হীন শিশুর জন্য গড়ে তোলা হচ্ছে ‘দ্য গার্ডিয়ান অ্যান্ড অর্ফান ভিলেজ’। বৃহস্পতিবার সেই প্রকল্পটি উদ্বোধন ও পরিদর্শন করতে আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নূর আহমদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়